প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭
ছোবল খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে যুবক
পায়ে ছোবল খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন সুজন (৩০) নামে এক যুবক। ২৮ নভেম্বর রাত ৯টার দিকে চাঁদপুর শহরের যমুনা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, সাপে কাটা রোগীকে পর্যবেক্ষণ করে চিকিৎসার জন্যে ব্যবস্থাপত্র দিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক মুনসুর আহমেদ। সাপে কাটা রোগীর স্বজনরা জানান, ছোবল মারা জ্যান্ত সাপটি নিয়ে সরাসরি হাসপাতালে ছুটে যান সুজন। আধা ঘণ্টা ধরে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষমুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেন তিনি। বর্তমান তিনি পুরোপুরি সুস্থ আছেন। সূত্র : সময় সংবাদ