প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ২০:১৩
জাতীয় পার্টি থেকে বিএম নুরুজ্জামানকে বহিষ্কার
জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সদস্য বিএম নুরুজ্জামানকে পার্টির সকল পদ-পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গত ৩০ নভেম্বর স্বাক্ষরিত এক পত্রে তিনি বিএম নুরুজ্জামানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেন। এদিকে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. আ. লতিফ শেখ। তিনি বলেন, দলের চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত স্থায়ী বহিষ্কারের পত্র ইতোমধ্যে তার কাছে এসে পৌঁছেছে।