মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা
  •   ভারতকে কড়া বার্তা শ্রম উপদেষ্টার
  •   আধুনিক নৌ টার্মিনাল প্রকল্প পরিদর্শনে চাঁদপুরে নৌপরিবহণ উপদেষ্টা
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ২০:৩০

কালী পূজায় মেহের কালীবাড়িতে রেকর্ড সংখ্যক উপস্থিতি

মোঃ মঈনুল ইসলাম কাজল
কালী পূজায় মেহের কালীবাড়িতে  রেকর্ড সংখ্যক উপস্থিতি

উপমহাদেশের বিখ্যাত সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় শাহরাস্তির মেহের কালীবাড়িতে কালীপূজা উপলক্ষে ভক্তদের রেকর্ড সংখ্যক উপস্থিতি ঘটেছে। বিগত বেশ কয়েক বছরের তুলনায় এবার বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীর উপস্থিতি ঘটে। অনেকের মতে, প্রায় দুযুগ পর এ ধরনের উপস্থিতি ঘটেছে। বিগত কয়েকশো বছর পূর্ব থেকে মেহের কালীবাড়িতে দীপান্বিতা কালী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পদচারণায় মুখরিত হয়ে উঠে। যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী মেহের কালীবাড়িতে কালী পূজা উপলক্ষে দেশ বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা ঘটে আসছে।

৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মেহের কালীবাড়ির পরিবেশ। নির্বিঘ্নে পূজা উদ‌যাপনের লক্ষ্যে শাহরাস্তি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তার কাজে নিয়োজিত করা হয়। সন্ধ্যায় মেহের কালীবাড়ি পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। জেলার শীর্ষ দু কর্মকর্তা পূজার বিভিন্ন দিক ঘুরে দেখেন ও প্রদীপ প্রজ্বলন করেন। তারা সার্বিক নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এদিকে পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী জমজমাট মেলার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই শাহরাস্তি পৌর কর্তৃপক্ষ ইজারাদার নিয়োগ করেছে। পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার জানান, শান্তিপূর্ণভাবে পূজার কাজ সম্পন্ন হয়েছে। এবারের পূজায় ভক্তদের উপস্থিতি ছিলো বিগত বছরের তুলনায় অনেক বেশি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়