প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ২১:৪১
বিকাশ-প্রথম আলো ট্রাস্টের ৫ হাজার বই পেলো ৪৫ প্রতিষ্ঠান
চলতি বছর সারাদেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। তাদের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট। চাঁদপুরে এর আওতায় পাঠাগার ভিত্তিক ৪৫টি প্রতিষ্ঠানে উপহার হিসেবে দেয়া হয় ৫ হাজার ৩শ' নানা ধরনের ছোট-বড়ো বই। ২৬ অক্টোবর শনিবার বিকেলে চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এসব বই বিতরণ করা হয়। প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা, জেলা স্কাউটের সহকারী পরিচালক পূরবী সরকার, জেলা কালচারাল অফিসার দিতি সাহা, সামাজিক সংগঠন ক্লিন চাঁদপুরের উদ্যোক্তা পরিচালক অ্যাডঃ নুরুল আমিন খান, অধ্যক্ষ এ ডব্লিউ এম তোয়াহা মিয়া পাঠাগারের পক্ষে মোসাঃ হাসিনা আক্তার, চাঁদপুর বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নার্গিস বেগম ও সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহাগ প্রধানিয়া। প্রবীণ শিক্ষক সিরাজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বই মানুষকে আলোকিত করে। কিন্তু এখন আমাদের সন্তানরা নানা কারণে বই থেকে দূরে চলে যাচ্ছে। তাদের বইমুখি তৈরি করা খুব জরুরি। বিকাশ-প্রথম আলো ট্রাস্টের এ আয়োজনের মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা পাঠাগারগুলো আবারো সব বয়সী মানুষকে বইমুখি করে তুলতে ভূমিকা রাখবে বলে আমি আশা করছি। অনুষ্ঠানে যেসব প্রতিষ্ঠান বই পেয়েছে সেগুলো হচ্ছে : চাঁদপুর প্রেসক্লাব পাঠাগার, শাহতলী জিলানী চিশতী কলেজ, হাতেখড়ি শিক্ষালয় পাঠাগার, শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়, আপন স্পোকেন ইংলিশ স্কুল, গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদগঞ্জ আলোকিত পশ্চিম সন্তোষপুর পাঠাগার, নানুপুর উচ্চ বিদ্যালয়, কচুয়া তালতলী বহ্নিশিখা পাঠাগার, হাজীগঞ্জ পপুলার পাঠাগার, হাজীগঞ্জ সুহিলপুর উচ্চ বিদ্যালয়, রুমি স্মৃতি পাঠাগার, শাহরাস্তির টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়, বাবুরহাট অগ্নিবীণা পাঠাগার, ১১নং চরদুঃখিয়া আলোকিত পাঠাগার, উদীচী শিল্পগোষ্ঠী পাঠাগার, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি ওয়ারুক শহীদ স্মৃতি পাঠাগার, কচুয়া ড. রমেশ স্মৃতি পাঠাগার, ফরিদগঞ্জ কাওনিয়া বাতিঘর পাঠাগার, উত্তর মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কাস আলী রেলওয়ে একাডেমি, ফরিদগঞ্জ শব্দ পাঠাগার, ফরিদগঞ্জ অধ্যক্ষ এ ডব্লিউ এম তোয়াহা মিয়া পাঠাগার, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইকরা মডেল একাডেমি, কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়, নবীন প্রবীণ পাঠাগার, হাজীগঞ্জ বাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়, বিলকিস সুলতানা একাডেমি, ফরিদগঞ্জ মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরোয়া হোসনেআরা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সবদার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়া আলোর মিছিল, আমান উল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সরকারি শিশু কল্যাণ কেন্দ্রসহ আরও দুটি প্রতিষ্ঠান।