রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪২

জামায়াতে ইসলামী চাঁদপুরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

শীঘ্রই চাঁদপুর শহরের সড়কগুলো সংস্কার করা হবে

------পৌর প্রশাসক একরামুল ছিদ্দিক

অনলাইন ডেস্ক
শীঘ্রই চাঁদপুর শহরের সড়কগুলো সংস্কার করা হবে
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের নেতৃবৃন্দের সাথে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় সভা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের নেতৃবৃন্দের সাথে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের মতবিনিময় সভা হয়েছে। এতে পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। গত ২ সেপ্টেম্বর বিকেলে এ সভার আয়োজন করা হয়।

সভায় জামায়াত নেতৃবৃন্দ চাঁদপুর শহরের প্রধান প্রধান সড়ক দ্রুত সংস্কার করার জন্যে অনুরোধ জানান। নেতৃবৃন্দ শহরে অতিরিক্ত অটোবাইক নিয়ন্ত্রণের মাধ্যমে যানজট দূর করা , পৌরসভার সেবা যেন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে, পৌরসভার সেবা থেকে মানুষ যেন বঞ্চিত না হয়, কর্মকর্তা-কর্মচারীরা যেন যথাযথভাবে দায়িত্ব পালন করে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। পৌরসভার দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান। টিসিবির সামগ্রীগুলো সঠিকভাবে বন্টন করারও অনুরোধ করেন।

পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক বলেন, চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর অল্প ক'দিনের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে। পৌরসভার দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনেক কাউন্সিলর পলাতক থাকার কারণে কিছু কাজ কম হচ্ছে। টিসিবির পণ্য যথাযথভাবে বন্টন করা হবে। পৌরসভাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে। বিশেষ করে নাগরিক সেবাসহ কমন বিষয়গুলো শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমীর অ্যাডঃ শাহজাহান খান ও সেক্রেটারী বেলায়েত হোসেন শেখ,

ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি ফারুক হোসেন, সেক্রেটারী জাহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াত নেতা সাইফুল ইসলাম সবুজ, গোলাম মাওলা, আবু হানিফ, ওমর ফারুকসহ অন্যান্য ওয়ার্ড নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়