বুধবার, ০৯ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৮:৪১

কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে যাঁরা আছেন--

মো. নাছির উদ্দিন
কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে যাঁরা আছেন--

কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ০৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে প্রায় ১০ মাস আগে। গেলো বছরের ০৮ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরীকে আহ্বায়ক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল আলমকে সদস্য সচিব করে গঠিত ০৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন : স্থানীয় ক্রীড়াবিদ জাবরুল হাসান সেলিম, আবুল কালাম আজাদ, সর্বজন স্বীকৃত ক্রীড়ানুরাগী সহকারী অধ্যাপক নওশের আলম, ছাত্র প্রতিনিধি শরীফ উদ্দিন অনিক এবং ক্রীড়া সাংবাদিক মো. আতাউল করিম।

উল্লেখ্য, ২৭ আগস্ট ২০২৪ সালে জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া অধিশাখার চিঠির আলোকে কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার এই কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।এছাড়াও কমিটি গঠনের পর তরুণদের মাদক ও বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখতে প্রতিনিয়ত খেলাধুলার আয়োজন করা হয়।

আমি নিজেও সবসময় তাদের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করার চেষ্টা করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়