বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৮:৪৪

শিরোপার লড়াই হবে দুর্দান্ত ও দুর্বার চাঁদপুরের মধ্যে

১৫ নভেম্বর ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

চৌধুরী ইয়াসিন ইকরাম
১৫ নভেম্বর  ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

সাবেক ক্রিকেটারদের নিয়ে চাঁদপুর স্টেডিয়ামে ৮ নভেম্বর শুরু হয়েছে ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪। এ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দুর্দান্ত চাঁদপুর ও দুর্বার চাঁদপুর ক্রিকেট দল।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৭টায় ৪টি দল নিয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয় । টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো : দুর্দান্ত চাঁদপুর, দুর্বার চাঁদপুর, দুরন্ত চাঁদপুর ও দুর্নিবার চাঁদপুর। লীগ পদ্ধতিতে শুক্রবার ও শনিবার প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হয় । প্রতিটি দলই প্রতিটি দলের সাথে খেলে।

জাঁকজমকপূর্ণ এ টুর্নামেন্টে দেখা গেছে চার ছক্কার খেলা। টেপ টেনিসের এই ম্যাচগুলোতে সাবেক ক্রিকেটাররা খেলেছেন ড্যাশিং ব্যাটসম্যান হিসেবে।

সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক সাংবাদিক কামরুল ইসলাম ২য় দিনের খেলায় অপরাজিত সেঞ্চুরি করেন ।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, সাবেক ক্রিকেটার নুরুল আমিন খান আকাশ, ফয়সাল গাজী বাহার, শেখ মনজুরুল কাদের সোহেল, কামরুল ইসলাম, রকিবুল হাসান, তোফায়েল গাজী সবুজ, হানিফুর রহমান, রাসেল পাটওয়ারী সহ সাবেক ক্রিকেটাররা।

টুর্নামেন্ট অংশ নেওয়া দলগুলো হলো : দুর্দান্ত চাঁদপুর : রকিবুল হাসান (অধিনায়ক), ইমন সরকার, আবু নাসের, কামরুল ইসলাম, সাজ্জাদ হোসেন সৈকত, তুহিন, বোরহান সুমন, মীর মাইনুদ্দীন, মিজানুর রহমান, বাপ্পি খান, মীর সাইফুদ্দিন, জাহিদ হোসেন ও সুমন সরকার জয়।

দুর্বার চাঁদপুর : তোফায়েল গাজী সবুজ (অধিনায়ক), হাসান জামিল, টুমু গাজী, আনিসুল হক সুমন, জসিম, সাইফ সোহাগ, মাহবুব জুয়েল, এস এম জামাল, সোহেল রাজু, সেলিম খান, জয়ন্ত কর্মকার টিটু ও মহসিন পাটোয়ারী।

দুরন্ত চাঁদপুর : হানিফুর রহমান (অধিনায়ক), শান্ত চৌধুরী, কামাল, তানজিল, সজল দাস, রিপন, ইয়াসিন, টিটু, নিলয় দাস, মনির হোসেন, কেশওয়ার পারভেজ ও জয়নাল আবেদীন।

দুর্নিবার চাঁদপুর : রাসেল পাটোয়ারী (অধিনায়ক), জুলফিকার আলী ভুট্টু, হেলাল, রিয়াজ হোসেন, পারভেজ, কেএম জামাল, মিঠুন দাস, লিয়ন, জসিম পাটোয়ারী, সোহাগ খান, জাবেদ, সুমন দাস ও মাকসুদুর রহমান।

আয়োজকদের মধ্যে ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার কামরুল ইসলাম, সবুজ ও রকিবুল হাসান এ প্রতিবেদককে বলেন, চাঁদপুর স্টেডিয়াম সহ জেলা সদরের বিভিন্ন স্থানে প্রতি শুক্রবারে আমরা সাবেক ক্রিকেটাররা ক্রিকেট খেলার জন্যে সকালে মিলিত হই। আমরা গত কয়েক বছর ধরে নিয়মিত শুক্রবার সকাল বেলায় চাঁদপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলি। ফ্রাইডে ক্রিকেট খেলায় অংশ নেওয়া ক্রিকেটারদের থেকে বাছাই করে ৪টি দল গঠন করে আমরা টুর্নামেন্টের আয়োজন করেছি। গত শুক্রবার ও শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দলগুলোর মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। অংশ নেয়া ৪ টি দল থেকেই দুটি দল ফাইনালে উঠে। উদ্বোধনী ম্যাচে যে দুটি দল খেলেছে এ টুর্নামেন্টের ফাইনালে শিরোপার জন্যে লড়বে সেই দলগুলো। আশা করি ফাইনাল খেলা দেখার জন্যে ক্রীড়ামোদী দর্শকরা মাঠে উপস্থিত থাকবেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দল সহ অংশ নেয়া দল ও খেলোয়াড়দের জন্যে আয়োজকদের পক্ষ থেকে থাকবে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়