প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ২১:১০
অলিম্পিক ফুটবল : ম্যাক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৬-৩ ব্যবধানে সেমিতে জায়গা করে নেওয়া টুর্ণামেন্টের অপরাজিত ম্যাক্সিকোকে টাইব্রেকারে হারিয়ে আবারো অলিম্পিক ফাইনালে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। প্যানাল্টিতে ৪-১ ব্যবধানে জয় পায় দলটি। ব্রাজিলিয়ান গোল কিপারের একের পর এক থাবায় ১টির বেশি গোল পায়নি ম্যাক্সিকো।
|আরো খবর
এর আগে নির্ধারিত সময় পর্যন্ত কোনো পক্ষ গোল দিতে না পায় ম্যাচটি অতিরিক্তি সময়ে গড়ায়। মঙ্গলবার (৩ আগস্ট) কাশিমা সকার স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হয় ম্যাচটি। মাঠে নেমে একের পর এক আক্রমণ চালাতে থাকে বর্তমান সোনাজয়ী ব্রাজিল। যদিও মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গুলেরমো অচোয়ার কাছে সব আক্রমণ ব্যর্থ হয়।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের গোল করতে পারেনি দুই দলের খেলোয়াড়রা। ফলে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিট অতিরিক্ত সময়ে খেলা হবে। এই দুই অর্ধে গোল না আসলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে।
টাইব্রেকারে ব্রাজিলের প্রথম চার শটের সবকটিই হয়েছে গোল। কিন্তু মেক্সিকোর নেওয়া প্রথম দুই শটই হয় ব্যর্থ। এদুয়ার্দোর দুর্বল শট ব্রাজিল গোলরক্ষক সান্তোস ফেরানোর পর ইয়োহান ভাসকেস মারেন পোস্টে।
মেক্সিকোর তৃতীয় শট নেওয়া কার্লোস রদ্রিগেস জালের দেখা পেলেও ব্রাজিলে চার নম্বর শট নেওয়া হেইনিয়া জালে বল পাঠালে ফাইনালের টিকেট নিশ্চিত হয় দানি আলভেসের নেতৃত্বাধীন দলটির।
ম্যাচের শুরু থেকে চাপ তৈরি করা ব্রাজিল দশম মিনিটে এগিয়ে যেতে পারতো। তবে গিলেরমো আরানার ছয় গজ বক্সের বাঁ থেকে নেওয়া শট রুখে দেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক গিলেরমো ওচোয়া।
২৮তম মিনিটে মেক্সিকোর ডি-বক্সে তাদের এক ডিফেন্ডারের চ্যালেঞ্জে দগলাস লুইস পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে অবশ্য ভিএআরের সাহায্যে পাল্টান সিদ্ধান্ত।
ধীরে ধীরে গুছিয়ে ওঠা মেক্সিকো বিরতির ঠিক আগে সুবর্ণ সুযোগ পায়। কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও কাজে লাগাতে পারেননি উরিয়েল আন্তুনা। তার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ছুটে আসা ডিফেন্ডার দিয়েগো কার্লোসে প্রতিহত হয়। ৭৫তম মিনিটে একটি ফাউলের ঘটনায় দুই পক্ষ অহেতুক ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। রেফারি এসে পরিবেশ শান্ত করেন।
গ্রুপ পর্বে পাঁচ গোল করা রিশার্লিসন ৮২তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়ার দারুণ সুযোগ পান, কিন্তু দুর্ভাগ্য বাধ সাধে। দানি আলভেসের ক্রসে ঝাঁপিয়ে এভারটন ফরোয়ার্ডের হেড পোস্টের ভেতরের দিকে লেগেও ভেতরে যায়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচ নিষ্পত্তি হলো। টানা ৩য়বার অলিম্পিকের ফাইনাল নিশ্চিত করলো সেলেসাওরা।
সেমিফাইনালের অপর ম্যাচে জাপানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন। ফাইনালে ব্রাজিল নাকি স্পেন? কে জিতবে গোল্ড মেডেল তা সময়ই বলে দিবে।