বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৬:২৪

নতুন হিসেবে শামিম সাবলীল খেলাটা খেলেছেন : এফসিসি সভাপতি শেখ মঞ্জুরুল কাদের সোহেল

চৌধুরী ইয়াসিন ইকরাম
নতুন হিসেবে শামিম সাবলীল খেলাটা খেলেছেন : এফসিসি সভাপতি শেখ মঞ্জুরুল কাদের সোহেল

বাংলাদেশ দলের নতুন মুখ চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমীর ক্রিকেটার শামীম পাটওয়ারী জিম্বাবুয়ের সাথে সিরিজ জয়ী ম্যাচে তার সাবলীল খেলাটাই খেলেছেন। শামিমের ভবিষ্যত অনেক ভালো বলে আশা করছি।

চাঁদপুর কন্ঠের ক্রীড়া প্রতিবেদকের সাথে মুঠোফোনে অালাপকালে চাঁদপুরের ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ( এফসিসি) সভাপতি রোটারিয়ান শেখ মঞ্জুরুল কাদের সোহেল বলেন, আমি আজকের এই শামিম পাটওয়ারীকে প্রথম দেখি চাঁদপুরের ক্রিকেটের কনধার সৈয়দ শামিম ফারুকীর মাধ্যমে।

চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমীতে ওর অনুশীলনরত অবস্থায় শামিম ফারুকী আমাকে বলেছিলেন একাডেমীতে টেলেন্ট খেলোয়াড় রয়েছে। আর এই টেলেন্ট খেলোয়াড়টি ছিলো চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া'র শামিম পাটওয়ারী।

আমাদের ক্লেমন একাডেমীর মূল লক্ষ্য ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কিছু করা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ক্লেমনের হয়ে প্রথমে রাজশাহীর নাজমুল এবং দ্বিত্বীয় ক্রিকেটার হিসেবে শামিম খেলছেন।

মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিক তাদের কমান্টে লিখেছেন অল্প বয়সে দেখা শামিম পাটওয়ারী খুব ভালো খেলেছে। শামিমের ব্যাটিং ছিলো খুব পজেটিভ। ওর চিন্তা ছিলো ভালো খেলার উপর। আমার মনে হয় নিশ্চয় অধিনায়ক তাকে ভালো সাপোর্ট দিয়েছে। ভারতের বীরন্দ্রের শেওয়াগ যখন প্রথমে খেলতে আসেন তখন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তাকে বলেছিলেন তুমি ক্রিকেট খেলা চালিয়ে যাও। এরপরেই শেওয়াগ তার স্বাভাবিক খেলা চালিয়ে যান। চাঁদপুরের সাবেক ক্রিকেটার শেখ মঞ্জুরুল কাদের সোহেল মনে করেন হয়তো বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক রিয়াদ শামিমকে সেই উৎসাহ যুগিয়েছেন সে যেনো তার স্বাভাবিক খেলাটাই খেলে। শামিম সিরিজ জয়ী ম্যাচে যে খেলাটা দশর্কদের উপহার দিয়েছেন, আমি মনে করি যে তার স্বাভাবিক খেলাটাই খেলেছেন। তার আগাসী ব্যাটিংয়ে দল সিরিজ জয়ী হয়েছে।

শামিম চাঁদপুরের জন্য বিরল দৃষ্টান্ত। আশা করি এ জেলার পরবতী ক্রিকেটার হিসেবে মাহমুদুল হাসান জয়কেও দেখতে পারবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়