বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৩:১৫

শামিমকে ব্যাটিংয়ে আরো মনোযোগী হতে হবে : গোলাম মোস্তফা বাবু

চৌধুরী ইয়াসিন ইকরাম
শামিমকে ব্যাটিংয়ে আরো মনোযোগী হতে হবে : গোলাম মোস্তফা বাবু

শামিম পাটওয়ারীরকে ব্যাটিংয়ে আরো মনোযোগী হতে হবে। তার ব্যাটিংয়ের ক্ষেত্রে আরো ধৈয্যশীল হতে হবে। চাঁদপুর কন্ঠের ক্রীড়া প্রতিবেদকের সাথে মুঠোফোনে অালাপকালে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সমম্পাদক গোলাম মোস্তফা বাবু বলেন, শামিম সব বলকেই শট খেলার চেষ্টা করে। এটা টি-২০ খেলা। বল দেখে শট খেলতে হবে।

শামিম টাইমিংয়ের উপর খেলে। ক্রিকেটে সব বল টাইমিং খেলা যায় না। জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের সিরিজ জয়ী ম্যাচে ও খুব ভালো খেলেছে। চাঁদপুর বাসীর জন্য এটা গৌরব। শামিম দলের জয়ের ভুমিকায় তার ব্যাটিংয়ের মাধ্যমে নৈপূনতা দেখিয়েছেন। ক্রিকেটে ও একজন ভালো অলরাউন্ডার। ওর ভবিষ্যত খুব ভালো।

গোলাম মোস্তফা বাবু আরো বলেন, বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট যদি শামিমকে আরো একটু উপরে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেয় তাহলে ও আরো ভালো করবে বলে বিশ্বাস করি। শামিম তার অভিষেক ম্যাচ সহ টি-২০ 'র দুটি ম্যাচে ৬০ রান করেন। সিরিজ জয়ের ম্যাচে ব্যাটিংয়ে সে অপরাজিত ছিলেন। দুই ম্যাচেই সে সুন্দর দুটি ক্যাচ তালুবন্দী করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়