প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ২৩:৫৫
আনন্দের মুহূর্ত ছিলো শামিমের ব্যাট থেকে জয়সূচক রানটি : গুরু শামীম ফারুকী

আমার অনেক আনন্দের মুহূর্ত ছিলো যখন শামিমের ব্যাট থেকে জয়সূচক রানটি আসে। আর পুরো বাংলাদেশ সিরিজ জয়ী হয়। আর তার এই জয়েই বাংলাদেশ পুরো ৩ ফরমেটেই সিরিজগুলো জয়ী হয়েছে। দলের নতুন মুখ আমাদের শামীম পাটওয়ারী আগামীতে আর ভালো করবে।
চাঁদপুর কন্ঠের এ প্রতিবেদক রোববার রাতে মুঠোফোনে চাঁদপুরের নিবেদিতপ্রাণ ক্রিকেট কোচ শামীম ফারুকীকে তার হাতে গড়ে উঠা শিষ্যের খেলা সম্বন্ধে জানতে চাইলে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, শামীমের আজকের খেলার মুহূর্তটি সব সময় আমি উপভোগ করেছি। আমার সাথে জয়নাল ছিল, সে আমার আনন্দ দেখেছে। অনেক আনন্দের মুহূর্ত ছিলো যখন তার ব্যাট থেকে জয়সূচক রানটি এলো।
তিনি আরো বলেন,শামিমের প্রতি অবশ্যই পজিটিভ চিন্তা ছিল এবং সে যদি আজকে ব্যাটিং করার সুযোগ পায়, তাহলে সে ফিনিশিং করে আসবে এ বিশ্বাস আমার ছিল। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার যেভাবে ব্যাট করেছে, তাতে আমার চিন্তা হচ্ছিল শামীমকে হয়তো মাঠে নামতে হবে না। যখন সে মাঠে নামল তখন আমার বিশ্বাস ছিল, সে শেষ করেই আসবে এবং সেটা সে করেছে। শামিম যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পায় অবশ্যই তার কাছে প্রত্যাশা থাকবে. যাতে দলের জয়ে সে ভূমিকা রাখে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করে - -এমন প্রত্যাশা শামীম পাটোয়ারীর গুরু শামীম ফারুকীর।
তিনি বলেন,শামীম মাত্র শুরু করেছে।অনেকে অনেক কথা বলবে তাকে নিয়ে, অনেক কিছু লেখা হবে। শামীমের গুরু তার উদ্দেশ্যে বলেন, তোমার সেদিকে নজর দিলে চলবে না, তোমার ফোকাস থাকবে কিভাবে তুমি তোমার খেলার উন্নতি করতে পারো এবং তোমার খেলার মাধ্যমে দলকে জেতাতে পারো, দেশের জয়ে ভূমিকা রাখতে পারো। সেটাই চেষ্টা করে যাবে।