বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ১১:৩৪

বাংলাদেশের কাছে তিন ম্যাচ হেরেছে আর্জেন্টিনা

রাসেল হাসান
বাংলাদেশের কাছে তিন ম্যাচ হেরেছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের কৌতুহলের শেষ নেই। আশি নব্বই দশকের ম্যারাডোনা আর একুশ শতকের মেসি অন্তরে ধারণ করে প্রিয় তারকার নাম বা ছবি খচিত জার্সি গায়ে দেশটির প্রতি ভালোবাসা জানানো মানুষের সংখ্যা অগণিত। ফুটবলে বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলের তলানীতে। বহু আর্জেন্টাই খেলোয়াড় হয়তো জানেনই না বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক যে একটি দেশ রয়েছে। যে দেশের কোটি ভক্তের ভালোবাসার কাাটা কম্পাস ঘোরে আর্জেন্টিনাকে কেন্দ্র করে। আর্জেন্টিনাকে এত ভালোবাসা বাংলাদেশের সেই ভক্তরা হয়তো জানে না লাল সবুজের এই বাংলাদেশ একবার নয় তিনবার হারিয়েছে আর্জেন্টিনাকে। তবে তা ফুটবলে নয়, ক্রিকেটে।

ফুটবলের সুপার ফেভারিট দেশটি ফুটবলের পাশাপাশি আর্জেন্টিনা যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছে তা হয়তো এ দেশের অনেকেরই জানা নেই। ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কোন ম্যাচ জিততে পারেনি আর্জেন্টিনা।

বাংলাদেশের-আর্জেন্টিনা প্রথম মুখোমুখি হয় ১৯৮৬ সালের ২৫ জুন। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তখন গাজী আশরাফ হোসেন লিপু। আইসিসি ট্রফির তখনকার ম্যাচগুলো হতো ৬০ ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের টাইগারদের দাপুটে বোলিংয়ে ১২২ রানে অল আউট হয়েছিলো আর্জেন্টিনা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল। সে ম্যাচে বাংলাদেশের ওপেনার রাকিবুল হাসান অপরাজিত ৪৭ রান করেন।

১৯৯৪ সালে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে আবারো দেখা হয় দুই দলের। সে ম্যাচেও জয় পেয়েছিলো বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ২ বলে আর্জেন্টিনার ১২০ রানের টার্গেট দেয় বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের যখন সংগ্রহ ৬৫ রান তখনই শুরু হয় বৃষ্টি। বৃষ্টি না থামায় ওই দিন আর বল মাঠে গড়ায়নি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পরদিন রিজার্ভ ডে’তে বাংলাদেশ ব্যাট করে জয় ছিনিয়ে নেয়। দ্বিতীয় দিনে আর কোন উইকেট পড়েনি বাংলাদেশের।

আর্জেন্টিনার সাথে বাংলাদেশ তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ নেমেছিল আর্জেন্টিনার বিপক্ষে। এ ম্যাচেও প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে ১৩৮ রানে অল আউট হয় আর্জেন্টিনা। আর্জেন্টাইন টপ অর্ডার ব্যাটসম্যান বার্নান্দো ইরিগুয়েনের অপরাজিত ৩০ রানই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। দিনটি ছিল ২৪ মার্চ, ১৯৯৭। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের বোলার এনামুল হক মনি ও নাঈমুর রহমান দুর্জয় পেয়েছিলেন তিনটি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৪ ওভারেই সেদিন লক্ষ্যে পৌঁছে গিয়েছিল টাইগাররা। দলের পক্ষে ৩৭ বলে ৫৩ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন দুর্জয়। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে সেদিন ম্যান অব দ্যা ম্যাচও হয়েছিলেন তিনি। ওই আসরে ভালো স্করের মাধ্যমে বাংলাদেশ নিশ্চিত করেছিল প্রথম বারের মতো ক্রিকেট বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়