প্রকাশ : ১১ জুলাই ২০২১, ১০:০০
আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল খেলা নিয়ে স্যোসাল মিডিয়ায় ঝড়
কোপা আমেরিকার ২০২১-এর প্রথমে কোনো উত্তাপ না ছড়ালেও সেমিফাইনাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপের ঝড় বইছে। আর সেটি আরো কয়েকগুণ বেড়েছে যখন থেকে ফুটবল প্রেমীরা জেনে গেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফাইনাল খেলবে। ফাইনাল খেলার শুরুর পূর্বে সারদেশের ন্যায় চাঁদপুরে সুধীজন, আমলা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকেই ফেসবুকে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই সাথে আরও বাড়তি মাত্রা যোগ করে চাঁদপুর কণ্ঠের প্রিন্ট ও অনলাইন ভার্সন। সেখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, মেয়র, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়াম্যান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক ও বর্তমান অনেকে ভিডিও বার্তায় তাদের প্রিয় দলের পক্ষে বিপক্ষে মতামত দিয়েছেন। এই উত্তাপ সাথে নিয়েই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা পূর্ব এবং খেলার পর থেকে এখন পর্যন্ত সারাদেশের ফুটবল প্রেমীরা কেউ আর্জেন্টিনা আবার কেউ কেউ ব্রাজিল। তারা একে অপরকে ফেসবুক, টুইটারসহ সামাজিক মাধ্যমে মেসেজে, কমেন্টের মাধ্যমে উত্তপ্ত করেছে আবার অনেকেই প্রিয় দলকে অভিনন্দন জানিয়েছেন। তাদের ফেসবুক টাইমলাইনের কিছু মন্তব্য পাঠকের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো :
|আরো খবর
বিশিষ্ট কবি ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া লিখেছেন, লাইনসম্যানকে ধন্যবাদ এজেন্ডা বাস্তবায়নের জন্যে।
মাঠে সবকিছুই ছিল,ল্যাটিন আমেরিকান ফুটবল ছাড়া।
প্রেসক্লাবের সাধার সম্পাদক রহিম বাদশা লিখেছেন, আর্জেন্টিনার সমর্থক ভাইয়েরা, জয় উপভোগ করুন, উশৃঙ্খলতা নয়। ব্রাজিলকে কটাক্ষ নয়, জিততে তারাও পারতো। অন্য দলকে সম্মান প্রদর্শন খেলার সৌন্দর্য।
অভিনন্দন আর্জেন্টিনা......
জেলা আইজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রোটাঃ অ্যাড শাহাদাত হোসেন লিখেছেন বহু প্রতিক্ষারপর মেসির নেতৃত্বে কোপা আমেরিকা কাপ এ আর্জেন্টিনা চ্যাম্পিয়ান
চাঁদপুর জেলা পরিষদের শেখ মহিউদ্দিন রাসেল তার ফেসবুক আইডিতে বলেন, খেলার ১২ ঘন্টা আগে আমি স্ট্যাটাস দিয়েছিলাম ১-০ গোলে আর্জেন্টিনা জিতবে। ভবিষ্যতবাণী আমার সঠিক হলো। জয় আর্জেন্টিনা।
প্রীতি ইসলাম লিখেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের মোবাইল অফ পাওয়া যাচ্ছে। এই নিয়ে গোয়েন্দা বিভাগ চিন্তিত, পরে জানা গেলো তাঁরা ব্রাজিল সাপোর্টার।
এবি আকন লিখেছেন, অফসাইড নিয়ে নতুন দর্শকদের বলছি !! বিপক্ষ দলের খেলোয়াড়ের পা থেকে যদি বল মিস প্লেড হয় সেক্ষেত্রে অফসাইড হয় না। এমনকি বিপক্ষ দল ব্রাজিলের কোনো খেলোয়াড়কে এ নিয়ে আবেদন করতে দেখা যায়নি। খেলার নিয়ম নিয়ে আরেকটু অবগত হওয়া প্রয়োজন। মৌসুম ভেদে খেলা দেখেন বলে এমনটি হতে পারে। বল ফ্লাই থাকা অবস্থায় অফসাইড কাউন্ট হয় না, রিলিজ পয়েন্ট থেকে কাউন্ট হয়
এম রহমান সোহাগ মজুমদার লিখেছেন, কবিরাজের (রেফারি) সহায়তায় দীর্ঘ ২৮ বছর পর সংসারে সন্তান লাভ!--অভিনন্দন কবিরাজ
কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল হাকিম তানভির লিখেছেন, ২৫ বছর অপেক্ষার পর ১টা কাপ, আর ২৫ বছরে ১৫ কাপ। বাকি ১৪টা নিতে কত বছর লাগবে..? (বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা)
ফরিদগঞ্জর উপজেলার মোঃ সাইফুল ইসলাম লিখেছেন, আর্জেন্টাইন অনেক সমর্থকের যৌবন বিগত হয়েছে। অনেকে বার্ধক্যে উপনীত হয়েছে। অনেকে প্রতিজ্ঞায় ধরা খেয়ে কাপের আশায় এখনো চির কুমার হয়ে আছে, তাদের বিয়েও করতে হবে। অনেকে কাপ না পেয়ে পেয়ে হতাশায় ইহজগত থেকে খালি হাতে বিগত হয়েছে। খেলায় হারলে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও মারাত্মক। অবশেষে তারা একটা কাপের মুখ দেখিয়েছে। একটু আনন্দ ফুর্তি করবেই। রেফারি মশায় তাদের দুঃখ বুঝতে পারিয়া তিনিও আর্জেন্টিনা টিমকে ১৫ জনের টিমে পরিণত করেছেন।এছাড়া তাদের মেসিকেও আজকের খেলায় খুঁজিয়া পাওয়া যায়নাই। একেতো একটা কাপ পাওয়ার আনন্দ অপরদিকে এইসব নেতিবাচক দিক ঢাকতে তারা আজ একটু লাফালাফি বেশিই করিবে। প্রিয় ব্রাজিল সমর্থক বৃন্দ, এতে মন খারাপ করার কিছু নেই। তারা বাপের যৌবনে একবার কাপ পেয়েছিলো। তাদের যৌবনে এইবার পাইলো।এরপর পাবে ভবিষ্যৎ প্রজন্মের যৌবনে। তাদেরকে একটু আনন্দ করতে দেন। আমরা আমাদের ব্রাজিলীয় ছন্দময় ফুটবলের চেতনায় অবিচল। আমাদের যুদ্ধ চলবে। তবে ব্রাহ্মণবাড়িয়া বানানো যাবেনা। বেশি ক্লান্ত হইলে বিশ্রাম নিন। আপাতত আমি একাই যথেষ্ট তাদের মোকাবেলা করতে।
নোট: এই চিঠি আমাদের অভ্যন্তরীণ বিষয়, বাইরের কেউ এই বিষয়ে নাক ঢুকাইয়েন না।
আইরিন হিরা লিখেছেন, আপনার পাশে থাকা ব্রাজিল সাপোর্টারদের শান্তনা দিন,ওদের পাশে দাড়ান,
পারলে ওদের আপ্যায়ন করুন
হো চ্যা মিনি সিটি লিখেছেন, ২৮ বছরের প্রতিক্ষার অবসান ঘটাতে আর্জেন্টিনার এমন একজন রাজপুত্রের প্রয়োজন ছিলো। নিজের ক্যারিয়ারে কোপার শেষ টুর্ণামেন্টে বিজয় উৎসব নিয়ে মাঠ ছাড়লেন লিও। অভিনন্দন আর্জেন্টিনা-অভিনন্দন দেশীয় সমর্থকদের।
পারভেজ খান লিখেছেন, যদি ফুটবল কে ভালোবাসেন তবে ফুটবলের বাবা ব্রাজিল কে নিয়ে ট্রল করবেন না। বাবার সাথে বেয়াদবি বরদাস্তযোগ্য নয়!
জাইমা জাহান ঔসি লিখেছেন, এই হলো ব্রাজিল-আর্জেন্টিনা। আর আমরা করি মারামারি খেলা শেষ হবার পরেও যারা ইনবক্সে এসে বা কমেন্টে মজা নিতে আসে আর ঝগড়া করে তারা পাগল ছাড়া কিছুই না। বন্ধুত্ব বা সম্পর্ক তার জাগায়, খেলা খেলার জাগায়।। সম্পর্ক টিকিয়ে রেখে খেলার সময়টুকু শুধু আনন্দ করুন। দেখবেন সব ভালো থাকবে। যারা হাহা দিবে আর বিতর্কিত কমেন্টের জন্য আসবে এরকম মানুষদের সাথে তর্কে জড়াই না।
শিল্পী সেন লিখেছেন, ফুটবল খেলা দেখতেছি নাকি, মারামারি দেখতেছি বুঝতাছি না
আনিকা তাসনিম মিম লিখেছেন, তারপর বলো....তোমরা যারা ডিপিতে ব্রাজিলের পতাকা দিসিলা, ডিপিটা কি থাকবে? নাকি.....???? বিরোধী দলীয় সরকার তোমার দাওয়াত আমগো বাসায়
রাজু আহমেদ লিখেছেন, অভিনন্দন আর্জেন্টিনা! এত বড় টুর্নামেন্টে এমন বাজে খেলা এমন বাজে রেফারিং ল্যাটিন আমেরিকার ফুটবলের সৌন্দর্যকে ম্লান করেছে!!
রাসেল পারভেজ লিখেছেন, ফাইনালে যারা জিতছে তারাই যোগ্যতম দল অভিনন্দন আর্জেন্টিনা, শুভকামনা ভালোবাসা ব্রাজিল! উভয় পক্ষ শান্ত থাকুন
রাসেল আখন্দ লিখেছেন, বারবার বলছিলাম ওস্তাদের মাইর শেষ রাইত,গুরুর কাছে শিষ্যর পরাজয় তাও আবার নিজের দেশে।
অ্যাডঃ বদরুল আলম লিখেছেন, তারপর ও কিছু মানুষ কত কথা বলবে.....স্বপ্নে ও মাঝে মাঝে লাফ দিয়ে উঠবে শুধুমাত্র তাদের জন্য... অভিনন্দন আর্জেন্টিনা
অ্যাডঃ বেনি আমিন লিখেছেন ধন্যবাদ রেফারী এবং লাইন্সম্যানকে, ২৮ বছর পর আর্জেন্টিনাকে একটি কাপ উপহার দেওয়ার জন্য।
তামিম মাহমুদ লিখেছেন, "কনমেবলের কাছে আবেদন" যেহেতু আমরা বলতেছি মারিয়ার গোলটি অফসাইড ছিল পক্ষান্তরে রিচার্লিসনের গোলটি অফসাইড ছিলোনা, যেহেতু মেসি আজ গোল পায়নাই , যেহেতু আমরা পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন সেহেতু আজকের খেলার ফলাফল পুনঃবিবেচনা করে ব্রাজিলকে ৭-১ গোলে জয়ী ঘোষণা করা হোক। আমরা এ ফলাফল মানিনা, মানতে পারবোনা
আমরা এ রকম আরো মন্তব্য দেখেছি। তবে ফুটবল প্রেমীদের প্রতি অনুরোধ থাকবে। আমরা যেনো এটি নিছকই আনন্দের জন্য লিখি। কোনো ব্যক্তি দ্বন্দ যেনো তৈরি না হয়। পরিশেষে বলবো জয় অবশেষে ফুটবলেরই হলো। অভিনন্দন আর্জেন্টিনা।