বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ০৯:০১

ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার কোপা জয়

ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার কোপা জয়
রাসেল হাসান

ক্যালেন্ডারের পাতা থেকে বহু বসন্ত বিদায় নিয়েছে, কেটেছে বহু ফাগুন তবুও ফাগুন আসেনি আর্জেন্টিনা ফুটবলে। বসন্তের কোকিল আসবে আসবে করেও ধরা দেয়নি আকাশি-সাদা জার্সির দলটিকে। ২৮ বছরের অন্ধকারে হাবুডুবু খাচ্ছিল যে দলটি সে দলকে অন্ধকার থেকে তুলে আলোর পথ দেখালেন লিওনেল মেসি। আর্জেন্টিনার আকাশে হয়তো এখন বসন্তের সুবাতাস বইছে, যেমনটি বইছে ১৫ হাজার মাইল দূরের বাংলাদেশী আর্জেন্টাইন সমর্থকদের মনে। এক তৃষ্ণার্ত কাক দীর্ঘপথ জল খোঁজার কিছু জলের সন্ধান পেলে যেমন আনন্দে আত্মহারা হয়ে ওঠে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে তেমনই যেন আত্মহারা হলো পুরো আর্জেন্টিনা টিম।

রোববার বাংলাদেশ সসয় সকাল ৬টায় ঝলমলে সকালে শুরু হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি। ১৪ বছর পর ফাইনালে মুখোমুখি হওয়া দু'টি দলের ম্যাচটির দিকে যেন তাকিয়ে ছিলো পুরো বিশ্ব। ম্যাচের ২২ মিনিটে মাঝমাঠ থেকে রদ্রিগো দি পলের চোখধাঁধানো পাস ধরে দারুণ চিপে বল জালে জড়ান দি মারিয়া। সেটিই শেষ পর্যন্ত ঘুচিয়েছে মেসির আক্ষেপ। নিজের ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক শিরোপা জয় সেই সাথে ২৮ বছরের শিরোপাহীন আর্জেন্টিনাকে স্বপ্নের ট্রফি এনে দেওয়া। তাইতো ম্যাচ শেষে আনন্দ অশ্রু ফেলতে ভুলেননি লিওনেল মেসি। মেসির চোখে জল আসবেই না কেন এ মূহুর্তটির জন্য যে তাকে অপেক্ষা করতে হয়েছিলো বহু বছর, বহু ক্ষণ।

অথচ এই কোপার মঞ্চেই বার বার ব্যর্থ হতে হয়েছে মেসির দলকে। ২০১৫, ২০১৬ তে দুবার কাছে গিয়েও পরম আরাধ্য শিরোপা ছোঁয়া হয়নি। এমনকি ২০১৪ বিশ্বকাপেও ব্যর্থ হতে হয়েছিল। এবারের ফাইনালে গোল না পেলেও মেসির হাত ধরেই এলো সাফল্য। দলকে পৌঁছে দিয়েছেন শিরোপার ‍দুয়ারে। ফুটবল ঈশ্বর ম্যারাডোনা যে কোপায় কখনো চ্যাম্পিয়ন হতে পারেননি সে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়ে মেসি পৌঁছে গেলেন এক অনন্য উচ্চতায়।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে ব্রাজিলের মার্কুইনিসের নিশ্চিত গোলের সুযোগ পেয়েও হাত ছাড়া করেছেন মেসি। ব্রাজিলের গোল কিপার এডারসনকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি। যদিও ম্যাচ শেষে তা আড়াল হয়েছে বিজয় উৎসবের আমেজে।

ম্যাচের ১৩ মিনিটেই আনন্দে ভাসতে পারতো ব্রাজিল সমর্থকরা। ভালো সুযোগ পেয়েছিল ব্রাজিল। নেইমার বক্সে ঢুকে শট নিয়েছিলেন। কিন্তু আর্জেন্টাইন ডিফেন্ডারদের কারণে তা বাধাপ্রাপ্ত হয়। মেসি-মার্টিনেজরা সুযোগের অপেক্ষায় ছিল। ২২ মিনিটে তাতে সফলও হয় তারা। ২৯ মিনিটে দি মারিয়ার শট রক্ষণে এসে বাধাপ্রাপ্ত হলে ব্যবধান বাড়ানো যায়নি।

শেষ পর্যন্ত ১-০ গোল ব্যবধানে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে কাঙ্খিত জয়ের দেখা পেলো আর্জেন্টিনা। পুরো দল মাতলো উৎসবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়