বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ২২:১৬

দাঁড়িপাল্লার প্রতীক গ্রহণ করেন ফরিদগঞ্জ আসনের প্রার্থী মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

অনলাইন ডেস্ক
দাঁড়িপাল্লার প্রতীক গ্রহণ করেন ফরিদগঞ্জ আসনের প্রার্থী মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার থেকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার প্রতীক গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।

প্রতীক বরাদ্দ গ্রহণকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল ও সেক্রেটারী মো. সাখাওয়াত হোসেন। প্রতীক সংগ্রহ উপলক্ষে জেলা প্রশাসক ও রির্টানিং কার্যালয়ের সামনে সকাল থেকেই চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জামায়াতে ইসলমীর নেতাকর্মীরা উপস্থিত হন। প্রতীক গ্রহণশেষে দাঁড়িপাল্লার প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীকে নেতা-কর্মীরা সাথে নিয়ে আনন্দ মিছিল বের করেন।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়