রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২১:২৪

জামায়াতের চাঁদপুর শহর যুব বিভাগের কমিটি ঘোষণা অনুষ্ঠান

দেশের জন্যে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

--------------জেলা সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
দেশের জন্যে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর যুব বিভাগের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সন্ধ্যায় নিউ ট্রাক রোডে চাঁদপুর জেলা জামায়াতের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন কেবল একটি নির্বাচন নয়, এটি একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। দেশকে চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যুব কমিটির নেতাকর্মীদের আগামী দিনে মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৈতিক রাজনীতির বার্তা পৌঁছে দিতে হবে এবং হক্কের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, যুব সমাজ হলো জাতির চালিকাশক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারলে সমাজ থেকে অনৈতিকতা, অন্যায় ও দুর্নীতি দূর করা সম্ভব। ঘোষিত যুব কমিটির মাধ্যমে চাঁদপুর শহরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চাঁদপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মো. সাইফুল ইসলাম সবুজ খানের সভাপতিত্বে এবং যুব বিভাগের সেক্রেটারি সানাউল্লাহর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব সংগঠনের দায়িত্বশীলগণ এবং নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়