বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৮:৩৭

মতলব উত্তর বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তর বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার
মো. নুরুল হক সরকার।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল হক সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার (১ জানুয়ারি ২০২৬) দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাঁর প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ পুনর্বহাল করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্যাডে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ইতঃপূর্বে দলীয় নীতি-আদর্শ বিরোধী কর্মকাণ্ড এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. নুরুল হক সরকারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়। তার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্তে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে ছেংগারচর পৌরসভা ও মতলব উত্তর উপজেলায় দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। স্থানীয় নেতাদের মতে, তাঁর ফিরে আসায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

দলীয় মহলে আশা করা হচ্ছে, নুরুল হক সরকারের প্রত্যাবর্তনে নতুন বছরে মতলব উত্তরে বিএনপির সাংগঠনিক কাঠামো আরও সুসংহত হবে। এ প্রসঙ্গে জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন বলেন, দলের কঠিন সময়ে নুরুল হক সরকার ভাই সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন। তাঁর ফিরে আসায় দলের কর্মীরা নতুন উদ্দীপনা পেয়েছে।

পুনর্বহাল হওয়া নুরুল হক সরকার বলেন, আমি সবসময় বিএনপির আদর্শে অবিচল ছিলাম, আছি এবং থাকবো। আমাকে যে আস্থা ও সম্মান দেওয়া হয়েছে এর জন্যে কেন্দ্রীয় নেতৃত্বসহ স্থানীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দলের সুদিন ফিরিয়ে আনতে সবাইকে সঙ্গে নিয়ে আরো শক্তিশালীভাবে মাঠে থাকবো।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ২০২৩ দলীয় সিদ্ধান্ত অমান্য করে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁকে আজীবনের জন্যে বহিষ্কার করেছিল বিএনপি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়