প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:২৯
খালেদা জিয়ার মৃত্যুতে আহলে সুন্নাত ও ইসলামী ফ্রন্টের শোক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র প্রতিষ্ঠার অবিসংবাদিত নেত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা নেতৃবৃন্দ।
আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা এএইচএম আহসান উল্লাহ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম আল-কাদেরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং আল্লাহ পাক যেনো তাঁকে জান্নাতবাসী করেন সে দোয়া করেছেন।








