প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২১:১৫
অ্যাড. সেলিম আকবরের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর। এক শোকবার্তায় তিনি চাঁদপুর জেলা গণফোরামের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং শোকার্ত দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানান।
|আরো খবর
অ্যাড. সেলিম আকবর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশনেত্রীকে হারালো, যাঁর অভাব সত্যিই অপূরণীয়। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।








