শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ০০:০০

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি

ত্যাগী নেতাদের মূল্যায়ন করে তৃণমূলের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে

ত্যাগী নেতাদের মূল্যায়ন করে তৃণমূলের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে
রেদওয়ান আহমেদ জাকির ॥

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে তৃণমূল নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। নির্বাচন হলে কেউ হারে কেউ জিতে, এটা স্বাভাবিক। কিন্তু আদর্শবান নেতা হওয়া অনেক বড় ব্যাপার। তার উজ্জ্বল উদাহরণ আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সর্ববৃহৎ রাজনৈতিক দল। দলের নেতা-কর্মীদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। দেশের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গতকাল ৭ অক্টোবর মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক বিশেষ কাউন্সিল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী এবং চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য নির্মল গোস্বামী। আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন।

সম্মেলনের শুরুতেই মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম কবির আহমেদ।

উপজেলা আওয়ামী লীগের বিশেষ ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে পাঁচজন প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে এই পাঁচজন প্রার্থীকে নিজেদের মধ্যে আলোচনা করে একজনের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানানো হয়। এ সময় সভাপতি প্রার্থী হিসেবে চাঁদপুর জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে শেষ পর্যন্ত তিনজন প্রার্থী থাকায় নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাচনে ২শ’ ৩২ জন কাউন্সিলরের মধ্যে ২শ’ ৫০ জন ভোট প্রদান করেন। এতে বৃহত্তর মতলব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী প্রধান সর্বোচ্চ ১শ’ ৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার পেয়েছেন ৩৮ ভোট এবং অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম পেয়ছেন ১২ ভোট।

সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সকল ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পদচারণায় মুখরিত হয়ে উঠে উপজেলা পরিষদ চত্বর। সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দুদিন পর চাঁদপুর জেলা আওয়ামী লীগ মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা এইচএম গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে বিএইচ কবির আহমেদের নাম ঘোষণা করেন। উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সম্পূর্ণ করার আগেই সভাপতি বীর মুক্তিযোদ্ধা এইচএম গিয়াস উদ্দিন ২০২০ সালের ১২ মার্চ মৃত্যুবরণ করেন। গত ২ ও ৩ অক্টোবর চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন ও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনা প্রদান করেন। তারই ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়