প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৮
তরপুরচণ্ডী ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন
সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের পক্ষে, বিজয় এবার হাতপাখার

চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন দিনব্যাপী ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।
|আরো খবর
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে দিনব্যাপী তিনি ইউনিয়নে বাঁশি স্কুল, আলী দাখিল মাদ্রাসা, সেনের দিঘির পাড়, কাশিমবাজার, মেঘনা বাজার ও আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আজ দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের পক্ষে। অতএব বিজয় এবার হাতপাখারই হবে। তিনি বলেন, বিগত সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে, প্রত্যেকে জনগণের সাথে প্রতারণা করেছে। আজ দেশের মানুষ সচেতন। ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায় করেছে। সাধারণ মানুষের সাথে কথা বলে বোঝা যাচ্ছে যে, মানুষ আর ভুল করবে না। দুর্নীতিবাজদের ক্ষমতায় বসিয়ে তারা প্রতারিত হতে চায় না।
দেশের ওলামায়ে কেরাম, ইসলাম ও দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে সাহস দেখা দিয়েছে। তারা আগামীদিনে ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, আমরা নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো। ইনসাফের ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করবো। ভূমিহীন ও গৃহহীনদের রাষ্ট্রীয়ভাবে যথাযথ ব্যবস্থা করা হবে। দুর্নীতিকে শূন্যতে নিয়ে আসা হবে। সচেতন শিক্ষিত ও মেধাবীদের নিয়ে একটি উন্নয়নশীল দেশ গড়ে তোলা হবে।
পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওলানা নুরুল আমিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আবুল বাশার, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামতুল্লাহ, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কেএম মাসুদুর রহমান, তরপুরচণ্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ মারুফ সরদার, সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বন্দুকসি, ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ মারুফ চোকদার, ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন গাজী প্রমুখ। এছাড়া ইসলামী আন্দোলনের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।






