প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ১৮:৫৭
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন লিয়াকত আলী প্রধান
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক বিশেষ কাউন্সিল আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে লিয়াকত আলী প্রধান সভাপতি নির্বাচিত হয়েছেন।
|আরো খবর
৭ অক্টোবর বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয। জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সাংসদ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নুরুল আমিন রুহুল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য জাকিয়া সুলতানা শেফালী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।দলীয় সূত্র জানায়, সমঝোতার ভিত্তিতে সভাপতি নির্বাচন সম্ভব না হলে কাউন্সিলের দ্বিতীয় পর্বে বিকাল তিনটায় ভোট প্রক্রিয়া শুরু হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ৫ জন প্রার্থীতা ঘোষণা করেন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, লিয়াকত আলী প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, জেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার। পরে জয়নাল আবেদীন প্রধান ও ফারুক বিন জামান প্রার্থীতা প্রত্যাহার করে নেন। উপজেলা আওয়ামী লীগের ২শ’ ৮০ জন কাউন্সিলরের মধ্যে ২শ’ ৩০ জন প্রত্যক্ষ ভোটে অংশ নেয়। এতে ১শ’ ৮০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী প্রধান। এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার ৩৮ ভোট ও সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম ১২ ভোট পান।
জানা যায়, উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের লক্ষ্যে ২০১৯ সালের ১৩ ডিসেম্বর নিউ হোস্টেল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের পর ওই বছরের ১৫ ডিসেম্বর জেলা কমিটির নেতৃবৃন্দ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শুধুমাত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এতে এএইচএম গিয়াসউদ্দিনকে সভাপতি ও বিএইচএম কবির আহম্মেদকে সাধারণ সম্পাদক করা হয়। দলটির কার্যকরী কমিটির বাকি ৬৯টি পদে কাউকেই মনোনীত বা নির্বাচিত করা হয়নি তখন। ২০২০ সালের ১২ মার্চ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াসউদ্দিন মারা গেলে তাঁর পদটি শূন্য হয়। তখন থেকে গত ২১ মাসের বেশি সময় ধরে দলটির সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদকে দিয়েই চলছে সাংগঠনিক কার্যক্রম।
নির্বাচিত সভাপতি লিয়াকত আলী প্রধান বলেন, দলীয় কাউন্সিলরদের প্রতি চিরকৃতজ্ঞ। দলকে সাংগঠনিক ও সরকারি কর্মকান্ডে ত্বরান্বিত করার লক্ষ্যে আমিসহ আমার দলীয় লোকজন সব সময় সম্পৃক্ত থাকবো। পূর্ণাঙ্গ কমিটিতে দলের ত্যাগী ও নবীনদের নাম স্থান পাবে।