প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২৩:২৪
হাজীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৌর যুবদলের দোয়া মাহফিল

হাজীগঞ্জ পৌর যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাও. মোতাহের হোসেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত এবং শহীদ জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতা-কর্মী, সমর্থকদের মাগফেরাত এবং অসুস্থদের সুস্থতা ও দীর্ঘায়ু, ইঞ্জি. মমিনুল হকের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় ভারাক্রান্ত ও আবেগাপ্লুত কণ্ঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপস্থিত আলেম-ওলামা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া কামনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী।
পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিমের সভাপ্রধানে ও সদস্য সচিব বিল্লাল পাটওয়ারীর সঞ্চালনায় বিএনপি নেতা আনিসুর রহমান পাটওয়ারী কানু, অ্যাড. ওমর ফারুক টিটু, মোস্তফা কামাল সুমন, শাহাদাত তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহিন মজুমদার, ছাত্রদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির খন্দকার, মিজানুর রহমান পলাশ, যুবনেতা ইউসুফ, কামাল হোসেন ফারুক, সুমন তালুকদার, ইয়াছিন আরাফাত, কামরুল হাসান চাঁদ, বিক্রম, আমিন, নোমান, ইমান, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, ছাত্রনেতা সাগরসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।








