প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২২:১৭
সেবা থেকে বঞ্চিত ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রকে আরো সমৃদ্ধ করা হবে
---- অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে সহযোগিতা ছিলো ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁদপুর-এর।
|আরো খবর
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় এই সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপু-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদদের যে স্বপ্ন নতুন বাংলাদেশ গঠন, সেই বাংলাদেশ গঠন হলে দেশের প্রতিটি নাগরিক হাত বাড়ালেই স্বাস্থ্যসেবা পাবে। জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রত্যেকটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা কেন্দ্র সক্রিয় করে জনগণের জন্যে প্রস্তুত করা হবে। আজকে শহর জামায়াতের উদ্যোগে যে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজন হয়েছে, এমন আরো গুরুত্বপূর্ণ স্থানে আমরা চিকিৎসাবঞ্চিত লোকদের জন্যে আয়োজন করেছি। এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বিজয়ী হলে, ইনসাফের সরকার প্রতিষ্ঠিত হলে প্রত্যন্ত অঞ্চল, যেখানে মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, সে সমস্ত ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রকে আরো সমৃদ্ধ করা হবে। পর্যায়ক্রমে প্রত্যেকটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো
ইনশাআল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান ও সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন।
উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী সবুজ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দুল বাতেন মিয়াজী।
বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই চিকিৎসা সেবা কার্যক্রমে মেডিসিন, গাইনি, ডেন্টাল, চক্ষুসহ বিভিন্ন রোগে বিশেষজ্ঞ ৮জন চিকিৎসক প্রায় ৫শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








