শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:১৭

বিএনপি নেতা হাজী মোশারফের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া

স্টাফ রিপোর্টার।।
বিএনপি নেতা হাজী মোশারফের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইনের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বাদ জুমা চাঁদপুর শহরের নিশিবিল্ডিং রোড হাওলাদার জামে মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা রফিক আহমেদ।

দোয়াপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসাইন বলেন, বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনা করে গোটা বাংলাদেশের মানুষ মহান আল্লাহর কাছে দোয়া করছেন। এতে প্রমাণিত হয়েছে, বেগম খালেদা জিয়া কেবল আমাদের দলের নেত্রী নন, তিনি গোটা বাংলাদেশের মানুষের আস্থা ও ভালোবাসার মানুষ।

তিনি আরো বলেন, আপনারা সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করবেন। তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। দেশ এবং মানুষের কল্যাণে কাজ করতে পারেন। যে দেশ এবং দেশের মানুষকে ভালোবেসে তিনি মৃত্যুকে উপেক্ষা করে ১৭টি বছর জুলুম-নির্যাতন সহ্য করেছেন। তিনি আরও বলেন, খুব সহসাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরবেন। আপনারা সবাই তাঁর জন্যও দোয়া করবেন।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুহম্মদ মোজাম্মেল হক, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর জমাদার, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির ছৈয়াল, শুক্কুর আলী বেপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা। মিলাদ মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়