প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:১৫
ফরিদগঞ্জে দাঁড়িপাল্লার প্রার্থী মাও. বিল্লাল হোসাইন মিয়াজীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফরিদগঞ্জে দাঁড়িপাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসাইন মিয়াজীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জের ৬নং গুপ্টি ইউনিয়ন থেকে অসংখ্য রোগী এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।
|আরো খবর
মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে মাওলানা মো. বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, ফরিদগঞ্জের মানুষের কষ্ট আমি খুব কাছ থেকে দেখি। স্বল্প আয়ের অনেক পরিবার সামান্য চিকিৎসাও নিতে পারে না। তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমার এ উদ্যোগ। শুধু নির্বাচনের সময় নয়, সামর্থ্য অনুযায়ী মানুষের সেবায় এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা আমার শক্তি। কেউ যেন চিকিৎসা বঞ্চিত না হয় এটাই আমার লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল, ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিব উল্লাহ ভূঁইয়াসহ জামায়াতের নেতৃবৃন্দ।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোকেয়া বেগম বলেন, আমি দীর্ঘদিন ধরে দাঁতের ব্যথায় ভুগছি। হাসপাতালে যেতে অনেক খরচ, তাই আর যাওয়া হয় না। আজ এখানে ফ্রি চেকআপ করালাম, ওষুধও পেলাম। আল্লাহ এই আয়োজনকারীদের ভালো করুন।
আরেক রোগী রশিদুল ইসলাম বলেন, বাড়ি থেকে এতো কাছে ফ্রি ডাক্তার দেখানোর সুযোগ পাইনি কোনোদিন। প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করালাম। ডাক্তাররা খুব যত্ন নিয়ে দেখেছেন। ক্যাম্পে উপস্থিত আরও অনেকেই জানান, এ ধরনের চিকিৎসা উদ্যোগ নেয়ায় তারা বড় উপকার পেয়েছেন।
মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালনকারী চিকিৎসক বলেন, গ্রামাঞ্চলের মানুষ নানা রোগে ভোগেন, কিন্তু সময়মতো চিকিৎসা পান না। আজকে প্রায় সব রোগীকেই আমরা প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দিতে পেরেছি। এ ধরনের সেবা কার্যক্রম মানুষের স্বাস্থ্যসচেতনতা বাড়াবে।
আরেক চিকিৎসক বলেন, মানুষের ভিড় দেখে বোঝা গেছে, তারা কতটা সেবাবঞ্চিত। ভবিষ্যতে এমন আয়োজন আরও হলে সাধারণ মানুষ আরও স্বাস্থ্যসেবা পাবে। আয়োজকরা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পকে ঘিরে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সকাল থেকেই স্থানীয় মানুষজন ভিড় করেন এবং সন্তুষ্টচিত্তে সেবা গ্রহণ করেন।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








