প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:১৩
বিষ্ণুপুরে দাঁড়িপাল্লার গণসংযোগে অ্যাড. শাহজাহান মিয়া
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দিবে ইনশাআল্লাহ

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের কাজিরবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে এমপি পদপ্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে তিনি ইউনিয়নের পাড়া-মহল্লা, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোটপ্রার্থনা করেন। বিভিন্ন স্থানে তাঁর সমর্থনে একাধিক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
|আরো খবর
গণসংযোগকালে অ্যাড. শাহজাহান মিয়া বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজিমুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, গত ১৭ বছর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও জামায়াতে ইসলামী থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়বো। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দিবে ইনশাআল্লাহ।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাড. আব্দুল কাদের খান, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধানীয়া, ইউনিয়ন জামায়াত সভাপতি কাজী মো. আবু তাহের, সেক্রেটারী মো. আল-আমিন আখন্দ, সহকারী সেক্রেটারী মো. আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মো. সুরুজ, ৬নং ওয়ার্ড সভাপতি জুবায়ের হোসেন, ৫নং ওয়ার্ড সেক্রেটারী আবুল কাশেম হাওলাদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








