শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:০৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে বিএনপির দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার।।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে বিএনপির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুরের মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বাদ জুমা চাঁদপুর শহর এলাকার সকল জুমা মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর শুক্রবার দেশের সকল মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে চাঁদপুর ঐতিহাসিক বেগম জামে মসজিদে পৌর ১০নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মাহফিলে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন চৌধুরী, বিএনপি নেতা মনিরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শরীফ আহমেদ খান এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীসহ ধর্মপ্রাণ মুসলমান।

এছাড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বেপারী, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুল্লাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক সহিদ ঢালী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল রানা, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন খান, বিএনপি নেতা মাহবুবুল আলম দুদু, সুমন খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান।

উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী কেন্দ্রীয়ভাবে বৃহস্পতিবার কর্মসূচি ঘোষণা করেন। তাতে উল্লেখ করেন, ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়। একই সঙ্গে দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়