প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:০২
খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুর জেলা মহিলা দলের মিলাদ ও দোয়া
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপির নয়, পুরো দেশের মানুষের প্রত্যাশা
----অ্যাড. সলিম উল্লাহ সেলিম

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুর জেলা মহিলা দলের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বাদ আসর নামাজ শেষে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
|আরো খবর
মিলাদপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, পুরো দেশের মানুষের প্রত্যাশা। আজ বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গোটা বিশ্বের নেতারাসহ দেশের কোটি কোটি মানুষ উদ্বিগ্ন। দেশনেত্রী বেগম জিয়ার অসুস্থতার খবরে দেশের মানুষ আজ কাঁদছে। মানুষের দোয়া নিয়ে সুস্থ হয়ে যেনো তিনি আবারও দলের ও দেশের মানুষের সেবা করতে পারেন, সেজন্য তিনি চাঁদপুরবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
অ্যাড. সেলিম আরো বলেন, এ মুহূর্তে আমাদের দোয়া ছাড়া কোনো বিকল্প নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের নেত্রীকে সুস্থ করে দিতে পারেন। এছাড়া আমাদের অন্য কোনো পথ নেই। পরে বেগম জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তার পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারজানা পারভিন লাকি, অ্যাড. রেহানা ইয়াসমিন কচি, পৌর মহিলা দলের সভাপতি জোহরা আনোয়ার হীরা, সাধারণ সম্পাদক নাহিদা রহমান সেতু, সহ-সাধারণ সম্পাদক সানজিদা হোসেন লিজা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন আক্তার সানু, সাধারণ সম্পাদক নাছরিন আক্তারসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা।
অনুষ্ঠানে বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির, আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবদলের সদস্য দেওয়ান মো. জুয়েলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।








