বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৩

চাঁদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর গণসংযোগ

চাঁদপুরের পরিবর্তন শুরু হবে ইনসাফভিত্তিক নেতৃত্বের মাধ্যমে

---তোফায়েল আহমদ

প্রেস বিজ্ঞপ্তি।।
চাঁদপুরের পরিবর্তন শুরু হবে ইনসাফভিত্তিক নেতৃত্বের মাধ্যমে
দোকানঘর এলাকায় গণসংযোগ করছেন খেলাফত মজলিসের মনোনীত দেওয়াল ঘড়ির প্রার্থী তোফায়েল আহমদ।

চাঁদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দোকানঘর এলাকায় খেলাফত মজলিস মনোনীত প্রার্থী জনা তোফায়েল আহমদের নেতৃত্বে গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিভিন্ন সড়ক, মার্কেট ও আবাসিক এলাকায় ঘুরে তিনি জনগণের মতামত নেন এবং এলাকাবাসীর দৈনন্দিন সমস্যা সম্পর্কে প্রত্যক্ষভাবে অবহিত হন।

গণসংযোগ চলাকালে বাসিন্দারা সড়কের উন্নয়ন, ড্রেনেজ সংকট, জলাবদ্ধতা, জননিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা ও বিভিন্ন নাগরিক সুবিধা নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা দীর্ঘদিনের ভোগান্তি এবং জরুরি সমাধানের প্রয়োজনীয় দিকগুলোও প্রার্থীর কাছে উল্লেখ করেন।

জনাব তোফায়েল আহমদ নাগরিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার চলমান অবস্থা সম্পর্কে তাদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করেন। তিনি স্থানীয় দোকানি, পথচারী, ব্যবসায়ী এবং বাসিন্দাদের সঙ্গে আলাপ করে বিভিন্ন সমস্যার বাস্তব চিত্র নথিবদ্ধ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সেক্রেটারি ফারুক মুহাম্মদ নোয়াইম, শহর শাখার সভাপতি সুলতান আহমেদ মোহাম্মদ ইয়াকুব, কামাল উদ্দিন, মাওলানা সানাউল্লাহ প্রমুখ।

গণসংযোগে খেলাফত মজলিসের জেলা ও শহর পর্যায়ের কয়েকজন দায়িত্বশীল উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীর সঙ্গে আলাপচারিতায় অংশ নেন এবং বিভিন্ন নাগরিক ইস্যু নিয়ে তাদের বক্তব্য শোনেন।

স্থানীয়দের অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে গণসংযোগ সম্পন্ন হয়। এলাকাবাসী গণসংযোগের এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং জনদুর্ভোগসহ উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক মতবিনিময় অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়