প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ২২:১৩
বাকিলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া ও তবররুক বিতরণ

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও রোগমুক্তি কামনায় পবিত্র কোরআন খতম, মিলাদ, মোনাজাত ও তবররুক বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে বাকিলা বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতা-কর্মী, সমর্থকদের মাগফেরাত এবং অসুস্থতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ ইঞ্জি. মমিনুল হকের সফলতা কামনা করে দোয়া করা হয়। মোনাজাতে হাজারো নেতা-কর্মী ভারাক্রান্ত ও আবেগাপ্লুত কণ্ঠে নেত্রীর সুস্থতা কামনায় কান্নায় ভেঙ্গে পড়েন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. মো. আরাফাত হোসেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বপনের সার্বিক ব্যবস্থাপনায়
অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, বিএনপি নেতা আনিসুর রহমান পাটওয়ারী কানু, এমএ নাফের শাহ, সাহাবউদ্দিন সাবু, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শুকুর আলম, সাইফুল ইসলাম টিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদারসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মো. মোস্তফা কামাল, মমিন হোসেন বেপারী, মোবাশ্বের হোসেন মোল্লা, শেখ খোরশেদ, হোসেন মোল্লা লিটন, যুবনেতা মোশারফ হোসেন রবিন, আবু বকর তফদার, সাইফুল ইসলাম, নূরে আলম, সাদ্দাম হোসেন রাজু, খোকন গাজী, স্বেচ্ছাসেবক নেতা কাউসার হোসেন, নুরু গাজী, কৃষক নেতা রফিকুল ইসলাম, আবুল বাসার, ছাত্রনেতা গাজী মোতালেব, রিয়াজুল ইসলাম রিয়াদসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী, সমর্থকসহ বাজারের ব্যবসায়ী, স্থানীয় লোকজন।








