প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ২০:২২
ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানের নির্দেশনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. মঞ্জিল হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজীর পরিচালনায় দোয়াপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, ফারুক আহমেদ খান, আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মফু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু ও পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।
বক্তারা বলেন, মানবতার নেত্রী বেগম খালেদা জিয়া। বহু ঘাত প্রতিঘাত সহ্য করে তিনি এ দেশের গণতন্ত্রের জন্যে লড়াই করে মিথ্যা মামলায় জেল খেটেছেন। স্বৈরাচারী শেখ হাসিনার প্রলোভনে তিনি পা না দিয়ে শারীরিক কষ্ট সহ্য করে জেলে ছিলেন। তাই আজ শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া করছেন। আমরা মনেপ্রাণে চাইছি কোটি কোটি মানুষের মধ্যে অন্তত একজন মানুষের দোয়া পরম করুণাময় কবুল করেন।
আলোচনা শেষে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আনোয়ার মোল্লা দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।








