প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ২১:৫১
পুরাণবাজার ১নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ
আপনাদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ধানের শীষে ভোট দিতে বলবেন
------শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড পুরাণবাজারে ব্যাপক গণসংযোগ ও উঠোন বৈঠক করেন বিএনপি মনোনীত চাঁদপুর-৩ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
|আরো খবর
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এ গণসংযোগ। এ সময় একাধিক উঠোন বৈঠকে বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাকে ধানের শীষে মনোনয়ন দেয়া হয়েছে। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো। আপনারা অনেকদিন ভোট দিতে পারেননি, এবার নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। আপনাদের সাথে দেখা করতে এসেছি। আপনারা আপনাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ধানের শীষে ভোট দেয়ার জন্যে বলবেন। আমাকে যেনো তারা ধানের শীষে ভোট দেয়।
তিনি আরো বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আপনারা সবাই আমাদের নেত্রীর জন্যে দোয়া করবেন। আল্লাহ পাক যেনো বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আামাদের মাঝে ফিরিয়ে দেন। বাংলাদেশে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নেই।
শুরুতে ওয়ার্ডের পলাশের মোড়ে গণসংযোগের মাধ্যমে তিনি কর্মসূচি শুরু করেন। এরপর ওয়ার্ডের নিতাইগঞ্জ, কার্তিক সাহার বাসা, রঞ্জিত দাসের বাড়িতে উঠোন বৈঠক, মোম ফ্যাক্টরী উঠোন বৈঠক, রিফিউজি কলোনী উঠোন বৈঠক, আড়তদার পট্টি, চাউল পট্টি, ডাইল পট্টি, বাতাসা পট্টি, দুধ বাজার উঠোন বৈঠক, তামাক পট্টি, ট্রাঙ্ক পট্টি, মসজিদ পট্টি, বাকালী পট্টি, হরিজন কলোনিতে উঠোন বৈঠক, খান বাড়িতে উঠোন বৈঠকসহ পুরো ওয়ার্ডে পাড়া-মহল্লায়, বাড়িঘর ও বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন।
গণসংযোগে জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, শাহজালাল শেখ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিছ বেপারী, সাধারণ সম্পাদক মো. আছলাম তালুকদারসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।








