বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ২০:৩১

ধানের শীষে ভোট দিয়ে ১৭ বছরের দুঃখ দূর করতে পারবেন

......... বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ

ফরিদগঞ্জ ব্যুরো।।
ধানের শীষে ভোট দিয়ে ১৭ বছরের দুঃখ দূর করতে পারবেন

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আমি রাজনীতি করতে এসেছি মানুষের সেবা করার জন্যে। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে বিজয়ী হওয়ার পর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের সেবা করার জন্যে। আমি কোনো সরকারি অর্থ আত্মসাৎ করেছি, জনগণের সাথে প্রতারণা করেছি, এমন কোনো প্রমাণ কারো কাছে নেই। আমি আমার নিজের জমি বিক্রি করে রাজনীতি করছি, মানুষের সেবা করছি। ইতঃপূর্বে আমার নামে দুবার দুদকে অভিযোগ করা হলেও কোনোবারই দুদক কোনো কিছু খুঁজে পায়নি।

ফরিদগঞ্জ পৌরবাসী সবসময়েই বিএনপি তথা ধানের শীষের প্রতি সমর্থন দিয়েছেন। আজকের এই উঠোন বৈঠকটি জনসভায় পরিণত করে তার প্রমাণ দিয়েছেন। একটি কথা মনে রাখবেন, বিএনপি এবং ধানের শীষের বিজয় মানে আপনাদের বিজয়, তারেক রহমানের বিজয়, বেগম খালেদা জিয়ার বিজয় এবং সর্বোপরি শহীদ প্রেসিডেন্ট জিয়ার বিজয়। কারো প্ররোচনায় পড়বেন না। তারা মুখে এক, অন্তরে আরেক। বিএনপির নাম বিক্রি করবে, আবার বিএনপির বিরুদ্ধাচারণ করবে। এ ধরনের লোককে চিহ্নিত করে রাখবেন।

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। তিনি বলেন, ধানের শীষ নিয়ে হতাশার কিছু নেই। ফরিদগঞ্জে অতীতের ন্যায় এবারো ধানের শীষের জোয়ার উঠেছে। গত ১৭ বছর ধরে আমাদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারেন নি। তাই আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষে ভোট দিয়ে এর দুঃখ দূর করবেন।

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানীর সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহাম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইকবাল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কাশেম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়