প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৭:১৮
ফরিদগঞ্জে দীর্ঘ প্রায় চার কি. মি. মোটরসাইকেল শোভাযাত্রা করলো জামায়াত
আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই
------------------জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী

হঠাৎ করে উপজেলাবাসীকে চমক দেখালো জামায়াত ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখা কমিটি। দীর্ঘ প্রায় ৪ কিলোমিটার মোটরসাইকেল শোভাযাত্রা করায় উপজেলার রাজনীতিতে নতুন করে হিসাব কষতে হচ্ছে।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সমর্থনে অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রা। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান। একই সঙ্গে কালেমার পতাকা, জাতীয় পতাকা ও জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক উড়িয়ে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা।
শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মোটরসাইকেল ও গাড়িযোগে নেতাকর্মীরা ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় জড়ো হয়। সেখান থেকে সাংগঠনিক শৃঙ্খলা মেনে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।
শোভাযাত্রার পূর্বে বিল্লাল হোসাইন মিয়াজী সাংবাদিকদের বলেন, “দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে আগামীর বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান হবে না। শান্তিপূর্ণ সমাজ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের নেতা-কর্মীরা ইতোমধ্যে গুরুত্বের সাথে ভূমিকা রেখেছে। রাজনীতির পরিচয়ে অনেক নেতাকর্মী যখন মানুষকে
নানানভাবে হয়রানি করেছে, ঠিক সে সময়ে আমাদের নেতাকর্মীরা পাহারাদারের ন্যায় মানুষের পাশে থাকার কারণে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য কমে এসেছে।”
তিনি আরো বলেন, “ইতোমধ্যে আমরা লক্ষ করেছি যে, নারীদের নিয়ে কুচক্রী মহল বিভিন্ন গুজব ছড়াচ্ছে। জামায়াতে ইসলামী নাকি নারীদের ঘর থেকে বের হতে দেবে না। এ কথা সম্পন্নরূপে গুজব ও কুচক্রী মহলের উদ্দেশ্যপ্রণোদিত প্রচার। প্রকৃত পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আমরা নারীদেরকে ঘরে বসিয়ে রাখবো না, নারীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের নিজ পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করবো। নৈতিকভাবে তারা যেন নিজের মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে, নারীদেরকে সেই ধরনের প্রশিক্ষণ প্রদান করবো। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকবো।”
এই কর্মসূচিতে সংগঠনের উপজেলা আমীর মাওলানা ইউনুছ হেলাল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, পৌর জামায়াত ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমানসহ দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।








