শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১৮:১৪

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চাঁদপুর জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চাঁদপুর জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন
অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চাঁদপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এই কমিটি চূড়ান্ত অনুমোদন করেন।

এতে চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতীকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ঢালীকে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ ভূঁইয়াকে সদস্য সচিব করা হয়।

এর আগে গত ১৩ নভেম্বর চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম সুপারিশকৃত ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করা হয়।

নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চাঁদপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন— সদস্য : বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ জমাদার মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আলতাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মুসলিম খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম তপাদার, বীর মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এস. এম. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা এম. ফজলুল হক (শাহজাহান মিয়া), বীর মুক্তিযোদ্ধা মমতাজ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম মিঞা এবং বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি।

নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় চাঁদপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ঢালী ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ ভূঁইয়া কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি তাঁরা শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়