প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০০:৩৬
‘দৈনিক চাঁদপুর সময়’-এর একযুগ পূর্তিতে এনসিপি নেতৃবৃন্দের শুভেচ্ছা

দৈনিক চাঁদপুর সময় পত্রিকার এক যুগপূর্তিতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় পত্রিকা কার্যালয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী মাহবুব আলম-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দৈনিক চাঁদপুর সময়, চাঁদপুর টাইমস ও মতলবের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল-এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান
এবং কুশল বিনিময় করেন।|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির চাঁদপুর সদর উপজেলা যুগ্ম সমন্বয়কারী মো. তানিম খান, মো. সাইফুর রহমান গাজী, পৌর কমিটির মুখ্য সংগঠক মো. মোয়াজ্জেম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, জেলা জাতীয় যুবশক্তি সংগঠক মো. রাসেল, সামছুদ্দিন রানা, মুজাহিদ শিহাব, জাতীয় ছাত্রশক্তি জেলা সংগঠক শিহাব মির্জা, কামরুল ইসলাম, নোমান কাজী।
এছাড়া দৈনিক চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, প্রকাশক মো. এরশাদ খান, চাঁদপুর টাইমস-এর সহকারী বার্তা সম্পাদক আব্দুস সালামসহ সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।
ডিসিকে / এমজেডএইচ








