প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৯:০৬
পাইকপাড়া দক্ষিণের কেন্দ্র কমিটি গঠনের সভায় লায়ন হারুন
বিএনপি রাষ্ট্র শাসন করার সুযোগ পেলে এদেশের মানুষ আবারো সোনালী দিন ফিরে পাবে

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন,
|আরো খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মার্কা একটাই--ধানের শীষ। সেই মার্কাটি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জন্যে আমার হাতে তুলে দেয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, সকলকে নিয়ে ২০০৮ সালের চেয়ে ভালোভাবে আবারো ধানের শীষের বিজয় ঝাণ্ডা নিয়ে বিএনপির চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে তুলে দেয়া। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধর্মবর্ণ নির্বিশেষে একজোট হয়ে ধানের শীষকে বিজয়ী করবেন। আর একটি কথা হলো, কে কী বললো এসব বিশ্বাস করবেন না। যা দেখবেন, বুঝবেন তা-ই বিশ্বাস করবেন। কারণ, যুগে যুগে এদেশের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছে। বিএনপি রাষ্ট্র শাসন করার দায়িত্ব পালন করার সুযোগ পেলে এদেশের মানুষ আবারো সোনালী দিন ফিরে পাবে। বেকাররা চাকুরি পাবে। কৃষকরা ফারমার্স কার্ডের মাধ্যমে কৃষিপণ্য সহজেই পাবেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কমমূল্যে সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাবেন। তিনি বলেন, এই উপজেলাবাসীর ভালবাসায় আমি মুগ্ধ। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমার বিদেশে কোনো বাড়ি-গাড়ি নেই। আমি এই মাটির সন্তান, তাই মাটির মানুষের জন্যে যখনই সুযোগ পেয়েছি, চেষ্টা করেছি কিছু করার। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা মোতাবেক এতোদিন চলেছি, আগামী দিনগুলোতেও চলবো। দল যখন যে দায়িত্ব দিয়েছে, চেষ্টা করেছি তা সুচারুরূপে পালন করতে। এখন দায়িত্ব হলো আপনাদের খোঁজখবর নেয়া। গত ১৭ বছরের জঞ্জাল সরিয়ে মডেল ফরিদগঞ্জ গড়তে আপনারা প্রত্যেকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশের সেবা করার সুযোগ দিন।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের খুরুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠনকল্পে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির কাজীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসনে ভূঁইয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাছ গাজী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, ইকবাল পাটওয়ারী, মানিক পাটওয়ারী, আ. জলিল, দেলোয়ার হোসেন, রানা, মোহাম্মদ আলী মৃধা, নাজিম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর সোহেল, মহিলা নেত্রী শারমিন করিম, মাহমুদা পারুল প্রমুখ।








