সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ২০:১৯

ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে মহিলা সমাবেশে লায়ন হারুন

কারো প্ররোচনায় না পড়ে ধানের শীষের ওপর আস্থা রাখুন

প্রবীর চক্রবর্তী।।
কারো প্ররোচনায় না পড়ে ধানের শীষের ওপর আস্থা রাখুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া জামিয়া সুলতানিয়া রশীদিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে ইউনিয়নের ১ থেকে ৪নং ওয়ার্ড বিএনপিসহ মহিলা দলের আয়োজনে সৌদি আরবস্থ প্রবাসী বিএনপি নেতা শরীফ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

তিনি বলেন, আমি প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করি। ৩১ দফার লিফলেট বিতরণ করতে গিয়ে আপামর জনসাধারণের সাথে তাদের সুখ-দুঃখের কথা, এলাকার ভালো মন্দের কথা, উন্নয়নের কথা, দুর্ভোগের কথা জানি। কারণ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ঘরে ঘরে গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শোনা এবং সাথে সাথে ৩১ দফার কথা জানান দেয়া। কারণ, গত দেড় দশকে বিগত সরকার দেশকে উন্নয়নের কথা বলে শুধু লুটপাটই করে গেছে। আমি অতীত নিয়ে কথা বলতে চাই না, শুধু বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের মানুষ যদি বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন, তাহলে এই ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। প্রতিটি ক্ষেত্রে সুষম বণ্টন ও উন্নয়ন হবে। নারী-পুরুষ সকলের অধিকার নিশ্চিত হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এদেশের সকল জনগোষ্ঠী স্বল্পমূল্যে খাদ্যপণ্য পাবে। কৃষকরা ফারমার্স কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক পাবে। শিক্ষা ব্যবস্থার জন্যে একটি সার্বজনীন কাঠামো তৈরি করা হবে। তাই আপনারা কারো প্ররোচনায় না পড়ে ধানের শীষের ওপর আস্থা রাখুন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল তথা আপনাদের দল বিএনপিকে দেশ সেবার সুযোগ দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা মহিলা দলের সদস্য অ্যাড. রোকেয়া বেগম শেফালি, মহিলা নেত্রী শারমিন করিম, মাহমুদা পারুল প্রমুখ।

আলোচনা শেষে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন হারুন নারীদের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়