সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২২:১৬

আনোয়ার হোসেন কামালের মৌলভীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বগ্রহণ

সালেহ আহমদ (স'লিপক)।।
মৌলভীবাজার
আনোয়ার হোসেন কামালের মৌলভীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বগ্রহণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার পৌর শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও সু-সংগঠিত ও গতিশীল রাখতে নতুন দায়িত্ব বণ্টন করেছে জেলা বিএনপি। বর্তমানে বিদেশে অবস্থানরত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানের অনুপস্থিতিতে তাঁর দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামালের ওপর।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক অফিসিয়াল নোটিসে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় নোটিসে বলা হয়, মনোয়ার আহমেদ রহমান দেশের বাইরে থাকায় তাঁর অনুপস্থিতিতে সাংগঠনিক প্রয়োজন ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আনোয়ার হোসেন কামালকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

নতুন দায়িত্বপ্রাপ্ত আনোয়ার হোসেন কামাল মৌলভীবাজার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতারা।

আনোয়ার হোসেন কামালের মৌলভীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা মনে করছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলা বিএনপির এই সিদ্ধান্ত সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়