প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০১:০৬
কাস্তে মার্কার প্রার্থী কমিউনিস্ট পার্টির নেতা জাহাঙ্গীর হোসেনের গণসংযোগ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, শিক্ষক আন্দোলনের নেতা, লেখক ও সাংস্কৃতিক সংগঠক, চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার কাস্তে মার্কার এমপি প্রার্থী কমরেড মো. জাহাঙ্গীর হোসেন ভোট চেয়ে গণসংযোগ করেন। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর সদরের পুরাণবাজার লোহারপুল এলাকায় ব্যবসায়ী-দোকানী ও পথচারী-মেহনতিদের মাঝে তিনি প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেন।
|আরো খবর
এ সময় কমরেড মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানী দুঃশাসন হটিয়ে কমিউনিস্ট পার্টি আন্দোলন সংগ্রাম করে আসছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অন্যতম নেতৃত্বের জায়গায় ছিলো এ দল। মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, অর্থনৈতিক মুক্তি আসেনি। তাই দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে। জাতীয়-আন্তর্জাতিক ইস্যুতে কমিউনিস্টরা সরব। চট্টগ্রাম বন্দর বিদেশীদের দেয়ার প্রতিবাদে বামপন্থীরা এখনও সোচ্চার। তাই চট্টগ্রাম বন্দর ও সার্বভৌমত্ব রক্ষায় কাস্তে মার্কায় ভোট দিন।
তিনি আরও বলেন, মানুষের জান-মালের নিরাপত্তা হুমকিতে রয়েছে। দেশের ইতিহাস-সংস্কৃতির উপর উগ্র মৌলবাদীদের আঘাত চলছে। দেশকে রক্ষা করতে হলে বামপন্থী সরকার ছাড়া বিকল্প নেই। তাই কাস্তে মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বৈষম্যবিরোধী সমাজ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
গণসংযোগে পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
ডিসিকে/এমজেডএইচ








