রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ২১:৪১

শাহরাস্তি পৌর ১১নং ওয়ার্ড বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

মো. জাহাঙ্গীর আলম হৃদয়।।
শাহরাস্তি পৌর ১১নং ওয়ার্ড বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

শাহরাস্তি পৌর ১১নং ওয়ার্ড সাহেব বাজার বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. আমির হোসেন গাজীর সভাপতিত্বে, শাহরাস্তি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুদ্দীন মহিন ও পৌর ১১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের যৌথ সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আলী, শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন ও যুগ্ম আহ্বায়ক আলী আজগর মোল্লা। এছাড়া পৌর ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন পাল, সাধারণ সম্পাদক জহিরুল হক পাটোয়ারী, পৌর বিএনপির সহ-সভাপতি সফিউল্লাহ বাচ্চু, পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান বিএসসি, পৌর ১১নং ওয়ার্ড বিএনপি নেতা হেদায়েত উল্লাহ মুন্সী, মিজানুর রহমান জমাদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মেহের উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক পাটোয়ারী, পৌর ১১নং ওয়ার্ড বিএনপি নেতা ফারুক হোসেন পাটোয়ারী, বাহার আলম বাবু, মোহাম্মদ কালু জমাদার, আবু তাহের প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী তাঁর বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) ৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হককে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়