রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ২১:০৬

ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে প্রদানের দাবিতে ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যার পর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মশাল মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে বাসস্ট্যান্ডে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

এ সময় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন। তিনি বলেন, আলহাজ্ব এমএ হান্নান গত তিন দশকে বিএনপির জন্যে নিবেদিতপ্রাণ। দলের পদ-পদবিতে না থেকেও তিনি দলের জন্যে নিরলস কাজ করেছেন। সর্বশেষ তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করেছেন। মামলার আসামী হয়েছেন, কারাভোগ করেছেন। কিন্তু দল যাকে মনোনয়ন দিয়েছে, তার বিষয়ে আপনারা সবই জানেন। তাই এই আসনটি বিএনপির নিশ্চিত আসন হিসেবে ধরে রাখার স্বার্থে মনোনয়ন পরিবর্তন করে আলহাজ্ব এমএ হান্নানকে মনোনয়ন প্রদানের জন্যে দলীয় নেতৃবৃন্দের কাছে আমাদের আকুল আবেদন রইলো।

মশাল মিছিলে ও বিক্ষোভে অংশ নেন পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, মাসুদ আলম, আব্দুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন মিজিসহ অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়