প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৯:০৫
মৈশাদীতে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের দক্ষিণ মৈশাদী এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি নারী ও পুরুষ ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন ও দোয়া চান। এ সময় জেলা বিএনপি, মৈশাদী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভোট চাইতে গেলে প্রার্থীকে ধানের শীষের ছড়া উপহার দেন নারী ভোটাররা। ছবি : ইয়াসিন ইকরাম।








