প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ২০:৩১
বিরামপুরে মহিলা সমাবেশে লায়ন হারুন
বিএনপি ক্ষমতায় আসলে গ্রামীণ অর্থনীতির বিকাশে নারীরা যাতে ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেবে

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন মহিলা দলের আয়োজনে মহিলা সমাবেশে অংশ নিয়েছেন।
|আরো খবর
শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকেলে বিরামপুর এসজেএম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আবারো আমার প্রতি আস্থা রাখায় আমি দলের চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী কেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করছি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আদর্শের সকল কর্মী-সমর্থক এবং অগণিত মা-বোনদের প্রতি। যাদের দোয়ার কারণেই আমি আপনাদের সামনে আবারো আসতে পেরেছি।
তিনি বলেন, নারীদের উন্নয়নে সর্বপ্রথম বিএনপিই ভূমিকা নিয়েছিলো। ফলে দেশে আজ অর্থনীতির বিকাশে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আর তাই নারীরা সর্বদাই বিএনপি তথা ধানের শীষ প্রতীককে ভালোবেসে ভোট দিয়েছে। যদিও বিগত তিনটি নির্বাচনে তারাও কোনো ভোট প্রয়োগ করতে পারেননি। আর তাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে নারীরাও তাদের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছিলো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীরা যদি আবারো বিএনপির প্রতি বিশ্বাস ও ভরসা রাখে, তবে অবশ্যই নারীদের ভাগ্যোন্নয়নে আরো বেশি পদক্ষেপ গ্রহণ করা হবে। যাতে গ্রামীণ অর্থনীতির বিকাশে নারীরা ভূমিকা রাখতে পারে। নারী ও শিশুদের স্বাস্থ্য ব্যবস্থা আরো ভালো করতে বিএনপির ৩১ দফায় সুস্পষ্ট বলা হয়েছে। অর্থাৎ বিএনপির ৩১ দফার বাস্তবায়ন করা হলে কোনো সংস্কারই বাকি থাকবে না। আপনারা কারো কথায়, টাকার প্রলোভনে না পড়ে অতীতের মতো ধানের শীষের পাশে থাকবেন।
ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সেলিম গাজীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী , চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী ফজলুল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, যুবদল নেতা রুহুল আমিন দেওয়ান, ছাত্রদল নেতা মনির হোসেন, আ. গাফ্ফার, সাবেক যুবদল নেতা আরাফাত হোসেন দিপু প্রমুখ।







