শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৯:৪৭

চাঁদপুর-হাইমচর আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ

​মোমবাতি মার্কা নিয়ে গাছতলা দরবার শরীফ এলাকায় গণসংযোগ

​বিশেষ প্রতিনিধি।।
চাঁদপুর-হাইমচর আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। মোমবাতি মার্কা নিয়ে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন।

​শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) তিনি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফ মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাঁদের কাছে দোয়া চান। পরে মিলাদ ও দোয়া শেষে তিনি তাঁর নির্বাচনী প্রচারণার গণসংযোগ শুরু করেন। সকলের কাছে তিনি এবং তাঁর দলের কর্মী-সমর্থকরা 'চাঁদপুর ও হাইমচর নিয়ে উন্নয়ন ভাবনা' লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সর্বস্তরের ভোটারদের মাঝে মোমবাতি মার্কায় ভোট প্রার্থনা করেন এবং দলীয় আদর্শের বার্তা তুলে ধরেন।

​গণসংযোগে এএইচএম আহসান উল্লাহ দলটির মূল স্লোগান 'খোলাফতে রাশেদার আদলে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা' এবং 'সুন্নী মুসলিম জনতা-গড়ে তোলো একতা'-এর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা এবং আউলিয়া কেরামের ঐতিহ্য সুরক্ষার জন্যে সুফিবাদী সরকারের বিকল্প নেই। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​তিনি চাঁদপুরকে ইলিশের রাজধানী ও পর্যটনের রোল মডেল হিসেবে গড়ে তোলার পাশাপাশি নদী ভাঙ্গন রোধ, অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন।

​গণসংযোগকালে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা খাজা জোবায়ের, আলহাজ্ব খাজা মোহাম্মদ সাদাত উল্লাহ, খাজা আবদুর রহমান মুন্সি, পীরজাদা খাজা মোহাম্মদ মাসুম ও পীরজাদা খাজা রেদোয়ান। এছাড়া বাংলাদেশ ইসলামী যুবসেনার জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ নবাব খান, কাজী মানিকসহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং স্থানীয় সুন্নী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়