প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৮:৫৭
একইদিন গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট
-------হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত একটি দলকে খুশি করার জন্যে ঘোষণা করা হয়েছে। সঠিক বিবেচনায় যা পক্ষপাতদুষ্ট ছাড়া আর কিছুই নয়। এ ঘোষণা দেশের বৃহৎ জনগোষ্ঠীর চিন্তাচেতনা ও জনআকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত। দেশবাসী সরকারের এ ঘোষণা প্রত্যাখ্যান করেছে। সরকারকে দ্রুত এ ঘোষণা প্রত্যাহার করে বৃহৎ জনগোষ্ঠীর চিন্তাচেতনার চাহিদার প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানাচ্ছি। না হয় সরকারকে আওয়ামী লীগের ভাগ্যবরণ করতে হবে।
শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মিছিলটি চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে কুমিল্লা রোড হয়ে বাইতুল আমিন মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন, জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইন, শহর সভাপতি মাওলানা আবদুল্লাহ আল-মামুন, যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।








