প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২২:০৭
ফরিদগঞ্জের রূপসায় গণসংযোগে দাঁড়িপাল্লার প্রার্থী মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি রোববার (৯ নভেম্বর ২০২৫) ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
|আরো খবর
দিনব্যাপী এ কর্মসূচিতে তিনি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, গ্রাম ও বাজার পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের খোঁজখবর নেন। সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। পাশাপাশি আগামীর উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
গণসংযোগ কর্মসূচির এক পর্যায়ে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণসহ প্রতিটি খাতে টেকসই উন্নয়নই হবে আমাদের প্রথম অগ্রাধিকার। মানুষ যদি আস্থা রাখে, ভোট দিয়ে দায়িত্ব দেয়, তাহলে এ এলাকা পরিবর্তনের বাস্তব কাজ শুরু হবে।তিনি আরো বলেন, ফরিদগঞ্জের মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সকল শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে সুপরিকল্পিত উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই তিনি মাঠে আছেন।
এ সময় ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল, ইউনিয়ন জামায়াতের সভাপতি-সেক্রেটারি, স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। স্থানীয় মানুষের সাথে মতবিনিময় শেষে তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য দেন এবং নির্বাচনী দাঁড়িপাল্লা প্রতীকসহ তাঁর পরিকল্পনা তুলে ধরেন। সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








