সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২১:২৪

মতলবে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় অ্যাড. সলিম উল্যাহ সেলিম

ধানের শীষের পক্ষে কাজ করুন, ভবিষ্যতে মূল্যায়িত হবেন

রেদওয়ান আহমেদ জাকির।।
ধানের শীষের পক্ষে কাজ করুন, ভবিষ্যতে মূল্যায়িত হবেন

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেছেন, চাঁদপুরের পাঁচটি আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে যাঁদেরকে মনোনয়ন দিয়া হয়েছে, তাঁদের বিকল্প নেই। মাঠ পর্যায়ে সর্বদিক বিবেচনা করেই দল তাঁদেরকে মনোনয়ন দিয়েছে। তাই তাঁদের বিপক্ষে গিয়ে কাজ করে লাভ হবে না। ধানের শীষের পক্ষে কাজ করুন, ভবিষ্যতে মূল্যায়িত হবেন, না হয় হারিয়ে যাবেন। আপনারা শপথ নিয়ে এসেছেন, মনোনয়ন যাঁকে দিবে তাঁর পক্ষে কাজ করবেন, ধানের শীষকে বিজয়ী করবেন।

তিনি আরো বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিনে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্যে যে ভূমিকা রেখেছিলেন, তা যুগে যুগে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় চেতনার উৎস। গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতির স্বাধীন সত্তা রক্ষায় এ দিনের শিক্ষা আমাদের পথ দেখাবে।

রোববার (৯ নভেম্বর ২০২৫) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মহান বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি শোয়েব আহাম্মদ সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজহারুল ইসলাম মুকুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, অ্যাড. মনিরা চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপাদি উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান।

সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়