প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২১:০২
চান্দ্রা ইউনিয়নে হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী যুব আন্দোলনের গণসংযোগ

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী যুব আন্দোলনের সদর উপজেলা নেতৃবৃন্দ নির্বাচনী গণসংযোগ করেছেন।
|আরো খবর
শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেল থেকে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের পক্ষে এই গণসংযোগ করা হয়।
ইসলামী যুব আন্দোলনের চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান নেতৃত্বে নির্বাচনী গণসংযোগে অংশ নেন ইসলামী যুব আন্দোলনের সদর উপজেলা সাধারণ সম্পাদক কারী মোস্তফা পাটোয়ারী, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ তানজিল পাটোয়ারী সহ চান্দ্রা ইউনিয়ন যুব আন্দোলনের নেতৃবৃন্দ।
নির্বাচনী গণসংযোগে ভোটারদের হাতে হাতে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মো. জয়নাল আবেদীনের হাতপাখা প্রতীকের লিফলেট তুলে দেন যুব আন্দোলনের নেতৃবৃন্দ।
এ সময় তারা বলেন, আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখল আর দিনের ভোট রাতে হতে দেয়া হবে না। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে যারা সাধারণ ভোটারের আস্থা হারিয়ে ফেলেছে, তারাই আবার সেই ফ্যাসিবাদী কায়দায় নির্বাচন করার ষড়যন্ত্র করছে। এই নতুন বাংলাদেশে ছাত্র ও যুব সমাজ মিলে পুরানো ও নতুন ফ্যাসিবাদকে ভোটের মাধ্যমে মোকাবেলা করবে। যুব নেতারা বলেন, আগামীতে যুবকদের নেতৃত্ব, কর্মসংস্থান সৃষ্টি ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা হাতপাখা প্রতীক নিয়ে মানুষের কাছে যাচ্ছি। সাধারণ মানুষ ও যুব সমাজ হাত পাখার প্রতীকের উপর আস্থা রাখছেন। আগামী দিনে হাতপাখা বিজয়ী হলে যুবকদের নেতৃত্ব ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে।







